রিসার্চ স্কলার পড়ুয়ার মৃত্যু! উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার   

শিলিগুড়ি, ২১ মেঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার পড়ুয়ার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা।


এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করার পর অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার কুশপুতুল পোড়ানো হয়।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ আর্চাযকে স্মারকলিপি প্রদান করেন বিজেপি যুব মোর্চার সদস্যরা। অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বরখাস্তের দাবি করেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি অরিজিৎ দাস।তিনি জানান, অধ্যাপক পরিকল্পিতভাবে ছাত্রীকে খুন করেছেন।মৃত্যুর দিন মৃতার পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে অধ্যাপকের ছবি।এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে গোটা ঘটনায় আইনি সহায়তা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রেজিস্ট্রার দেবশীষ দত্ত।তিনি বলেন, অধ্যাপকের বিভিন্ন পদ অন্যান্যদের দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিবমন্দিরে ভাড়া বাড়ি থেকে রুরাল ডেভলপমেন্ট বিভাগের রিসার্চ স্কলার ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *