শিলিগুড়ি,১৩ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতোকত্তরের পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল একাধিক কলেজের পড়ুয়ারা।
আজ একটি মিছিলের মাধ্যমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পড়ুয়ারা।
এক কলেজের ছাত্র জানান, বিগত ৬ মাসে বিভিন্ন বিষয়ে পঠন-পাঠনের সিলেবাস সম্পন্ন হয়নি। এই কম সময়ের মধ্যে সিলেবাসগুলি সম্পন্ন করা সম্ভব নয়। তারা লিখিত ভাবে উপাচার্যকে একমাস পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানায় সকল ছাত্রছাত্রীরা।
বিশ্ববিদ্যালয় উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য জানান, এর আগে পার্লামেন্টের নির্বাচনের জন্য কলেজের পরীক্ষাগুলি পিছিয়ে নেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তির কথা বিবেচনা করে পরীক্ষার দিন এগিয়ে দেওয়া হয়েছিল। তবে এদিন সকল ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনার পর পরীক্ষা ১৫ দিন পিছিয়ে দেওয়া হল।