শিলিগুড়ি,৩০ মেঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ স্কলার ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অবশেষে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে গ্রেফতার করল পুলিশ।এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অসম থেকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে বুধবার শিলিগুড়িতে নিয়ে আসে।
প্রসঙ্গত, গত ১৬ মে শিবমন্দিরে ভাড়া বাড়ি থেকে রিসার্চ স্কলার ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ঘটনায় মাটিগাড়া থানায় অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতার ভাই।এরপরই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহাকে।অন্যদিকে ঘটনার প্রথমদিন থেকেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে এবিভিপি।অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাকও দেয় এবিভিপি।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত অধ্যাপক।তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।অবশেষে অসম পুলিশের সহযোগিতায় অসমের গোয়ালপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ।বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।