শিলিগুড়ি,২৯ জানুয়ারী : কামতা কালচারাল সোসাইটির উদ্যোগে এবং শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় শিলিগুড়ির আড়াই মাইল চেকপোস্ট এলাকায় রাজবংশী জাতির বীর বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তি স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেবিকা মিত্তল, ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভা সুব্বা, ৫ নম্বর বরো চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস সহ কামতা কালচারাল সোসাইটির সদস্যরা।
শিলিগুড়ি ও আশপাশের রাজবংশী সমাজের কাছে এই উদ্যোগ অত্যন্ত গৌরবের মুহূর্ত।আগামী ১লা ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমার দিনে বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আড়াই মাইল চেকপোস্ট এলাকায় তাঁর মূর্তি স্থাপনের ভূমিপূজা অনুষ্ঠিত হবে।
কামতা কালচারাল সোসাইটির সদস্য সঞ্জিত রায় জানান, বিগত দুই বছর ধরে শিলিগুড়ি শহরের বুকে বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তি স্থাপনের দাবিতে তাঁরা ধারাবাহিকভাবে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেবিকা মিত্তলের সঙ্গে যোগাযোগ করে আসছেন এবং শুরু থেকেই তিনি তাঁদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। অবশেষে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে চেকপোস্ট এলাকায় এই মূর্তি স্থাপনের কাজ শুরু হতে চলেছে।
অন্যদিকে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেবিকা মিত্তল বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর রাজবংশী সমাজের গৌরব বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তি স্থাপনের পথে এক গুরুত্বপূর্ণ সাফল্য এল।
