২৬ অক্টোবর শিলিগুড়িতে দ্যা নাইট ইজ আওয়ার্স গ্রুপের পদযাত্রা

শিলিগুড়ি,২৪ অক্টোবরঃ আরজি কর ঘটনার প্রতিবাদে এবং দ্রুত সিবিআই তদন্ত শেষ করার দাবিতে ২৬ অক্টোবর পদযাত্রা করতে চলেছে দ্যা নাইট ইজ আওয়ার্স গ্রুপের সদস্যরা।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান সংগঠনের সদস্যরা।


সংগঠনের তরফ থেকে রুখফা খাতুন জানান, নিরপেক্ষতার ভিত্তিতে মানুষ যদি বিচার পায় তাহলেই এই সমস্ত ধর্ষণের মতো ঘটনাকে আটকানো যাবে। যে দাবি নিয়ে আমাদের আন্দোলন অনেকটা সময় অতিক্রান্ত হলেও এখনও অভয়া সঠিক ন্যায়বিচার পায়নি।চলতি মাসের ২৬ তারিখে আমরা একটি পদযাত্রার আয়োজন করেছি।পদযাত্রা শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শুরু হবে।শিলিগুড়ির সহ আশেপাশেরও বহু মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

অন্যদিকে কোয়েল রায় নামে আরও এক সদস্য জানান, আইন ব্যবস্থার উপর আমাদের ভরসা রাখতে হবে। তবে আইন ব্যবস্থা যাতে দ্রুতভাবে কার্যকরী হয় তার জন্যই তাদের এই পদযাত্রা। ন্যায় বিচারের কেন এত দেরি তার জন্যই তাদের এই প্রতিবাদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *