শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ করোনা আবহে আজ সর্বভারতীয় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা নিট।গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিট পরীক্ষার আয়োজন করা হয়েছে।শিলিগুড়িতে ৯ হাজার ২৭৬ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসছে।দুপুর ২টো থেকে ৫ টা অবধি চলবে।সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে করোনা পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের বিভিন্ন নথীপত্র পরীক্ষা করা হচ্ছে।থার্মাল স্ক্রিনিং, মেটাল ডিটেক্টর চেকিং সহ সরকারি নানা নিয়ম মেনেই পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।এছাড়াও পরীক্ষাকেন্দ্র গুলির মূল গেটে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা।নিট পরীক্ষার জন্য শহরের বিভিন্ন জায়গায় আজ পরীক্ষার্থীদের ভিড় দেখতে পাওয়া যায়।