শিলিগুড়ি, ৬ জুনঃ NEET(ug) 2024-এ দেশে প্রথম শিলিগুড়ির সক্ষম আগরওয়াল।৭২০ এর মধ্যে ৭২০ পেয়ে দেশের সেরা শিলিগুড়ির নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুলের পড়ুয়া সক্ষম আগরওয়াল।
ছোট থেকেই পড়াশোনা করতে ভালোবাসতো সক্ষম। তাঁর বাবা পেশায় ডাক্তার। সক্ষমের ইচ্ছে আগামীতে দিল্লি এইমস থেকে ডাক্তারি পড়ার। এদিন ফলাফল প্রকাশ হতেই সেই স্বপ্ন যেন পূরণ হল সক্ষমের। ছেলের এই ফলাফলে খুশি বাবা ডাঃ চেতনকুমার আগরওয়াল ও মা মায়াকুমারী আগরওয়াল।
সক্ষম জানান, প্রস্তুতিপর্বে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেছে সে। অ্যান্ড্রয়েড মোবাইল না রেখে শুধু যোগাযোগের জন্য ব্যবহার করতো ছোটো মোবাইল ফোন। শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে টেকনোলজি’র ব্যবহার করত সে। বাড়িতে পড়াশোনায় ছয় ঘণ্টা সময় দিত রোজ। বাবা চিকিৎসক। তাই ছোট থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল। কারণ এই পেশায় এলে মানুষকে সেবা করার সুযোগ মেলে। বরাবর লক্ষ্য ছিল দিল্লী এইমস’এ পড়ার। এদিন ফল প্রকাশের পর সেই স্বপ্নপূরণের পথে এগিয়ে গেল সে।