মালদা,৮ এপ্রিলঃ চাল, ডাল না থাকায় এখন খিদে মেটাতে কচুর শাক আর সজনে পাতাই ভরসা মালদার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকার বাসিন্দাদের।
গ্রামবাসীরা জানান, স্থানীয় পঞ্চায়েত থেকে একবারের জন্য চাল,ডাল ও আলু দেওয়া হয়েছিল ঠিকই।কিন্তু সেই সামান্য খাবারে কতদিন চলবে।গ্রামের অধিকাংশ পরিবারই ইটভাটায় শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত।কেউ আবার ভিন রাজ্যে দিনমজুরি করেন।কিন্তু লকডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত কাজকর্ম।যার জেরে দুর্বিষহ হয়ে পড়েছে চন্ডিপুর গ্রামের বেশ কিছু দিনমজুর পরিবারগুলির অবস্থা।যাদের মধ্যে রয়েছেন দীপক রজকের পরিবার।পাঁচ জনের সংসারে দুবেলা খাবার জোগাড় করতে এখন হিমশিম অবস্থা ওই পরিবারের।
পেশায় দিনমজুর দীপক রজক বলেন, বেশ কিছুদিন আগে লকডাউন এর শুরুতেই কয়েক কিলো চাল,ডাল, আলু পেয়েছিলাম।কিন্তু সব শেষ হয়ে গেছে।নতুন করে আর চাল, ডাল, আলু দেওয়ার ব্যবস্থা করা হয় নি।ঘরে টাকাকড়িও নেই।সংসার চলবে কি করে।তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে স্বামী-স্ত্রী দুজন মিলে জঙ্গলে গিয়ে কচু পাতা এবং সজনে পাতা তুলে নিয়ে আসছি।সেগুলি সেদ্ধ করে লবণ দিয়ে খাবার ব্যবস্থা করছি।কিন্তু এই খাবার বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা খেতে চাইছে না।
শুধু রজক পরিবারই নয় গ্রামের বেশিরভাগ পরিবারেরই এমন অবস্থা বলে জানা গিয়েছে।গ্রামবাসীদের দাবি, সরকারের তরফে সাহায্য করা হোক তাদের।যদিও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে তারা বিষয়টি জানেন না।