কালিম্পং,৩ জানুয়ারিঃ কালিম্পং জেলার নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার দাবি করা হয়েছে।
বনদপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কালিম্পং জেলার অন্তর্গত লাভাবাজার থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে অবস্থিত নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি।