নিউজ ডেস্কঃ নেপালে ভয়াবহ ভূমিকম্প।লন্ডভন্ড হয়ে গিয়েছে একাধিক এলাকা।মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে দেড়শোর বেশি।
জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ নেপালে কম্পন হয়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪।সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জাজরকোট এবং রুকুম জেলা।বহু বাড়ি ভেঙে পড়েছে।ইতিমধ্যেই বহু মানুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জন্য সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এক্স হ্যান্ডেলে টুইট করে নেপালের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।