নকশালবাড়ি, ৩১ অক্টোম্বরঃ ভারত-নেপাল সীমান্তের মেচী নদী পার করে নেপালের বামনডাঙিতে ঢুকে পড়েছিল দলছুট হস্তিশাবক।দুই দেশের সমঝোতায় সোমবার নেপালের বামনডাঙি এলাকা থেকে দলছুট হস্তিশাবকটিকে ভারতে ফেরানো হল।
জানা গিয়েছে, পাঁচ-সাতদিন ধরে নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তে ঘোরাঘুরি করার পর মেচী নদী পার করে নেপালের বামনডাঙিতে ঢুকে পড়েছিল হস্তিশাবকটি।রবিবার সীমান্তে দেখা মিললেও পরে নেপালে ঢুকে পড়ে হস্তিশাবক।সোমবার নেপাল প্রশাসনের আধিকারিকরা সীমান্তের বামনডাঙিতে ভারতীয় বনবিভাগের হাতে হস্তিশাবকটিকে তুলে দেয়।
ঘটনাস্থলে টুকরিয়াঝাড় বাগডোগরা ও পানিঘাটা বনবিভাগ ও কার্শিয়াঙ ডিভিশনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।উদ্ধার হওয়া হস্তিশাবকটিকে গরুমারায় পাঠানো হবে বলে জানা গিয়েছে।
