শিলিগুড়ি, ১৬ এপ্রিলঃ শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম ২ অঞ্চলের থারোঘাটি ব্রীজের কাছে নেপালি বস্তি এলাকায় বাইসনের হানা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে এলাকায় বাইসনটিকে দেখতে পাওয়া যায়।খবর পেয়ে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।শুরু হয় তল্লাশি।বনদপ্তরের তরফে মাইকিং করে মানুষকে সচেতন করা হয়।বনদপ্তরের তরফে জানা গিয়েছে, বাইসনটি জঙ্গলের ভেতরে চলে গিয়েছে।
এই বিষয়ে ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার জানান, এলাকায় বাইসনের খবর পেয়েই আমরা আসি।বিভিন্ন জায়গায় বনকর্মীদের নজরদারি রয়েছে।বর্তমানে আতঙ্কের কোন কারণ কারণ নেই।বাইসনটি জঙ্গলের ভেতরে চলে গিয়েছে।তবে জঙ্গল সংলগ্ন এলাকার মানুষকে সচেতন থাকার কথা জানান তিনি।
