শিলিগুড়ি,২৯ মেঃ ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগরের নেপালিবস্তি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করল পুরনিগম।সম্প্রতি ওই এলাকার বাসিন্দা এক মহিলার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।এরপরই ওই এলাকাটিকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে বাঁশ লাগিয়ে ঘিরে দেওয়া হয়।যাতে বাইরের কোনও মানুষ ওই এলাকায় ঢুকতে না পারে এবং অপ্রয়োজনে কেউ বাইরে বের হতে না পারে।
সেই বিষয়টি মাথায় রেখে আজ শিলিগুড়ি পুরনিগমের তরফে ওই এলাকার বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।পাশাপাশি গোটা এলাকা জীবাণুমুক্ত করা হয়।
প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ জানান, শিলিগুড়ি পুরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সিদ্ধান্তেই শিলিগুড়ির যতগুলো কন্টেইনমেন্ট জোন রয়েছে প্রত্যেক জোনে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে৷আজ এই এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হল৷আগামীতেও খাদ্যসামগ্রী বিতরণ চলবে৷