শিলিগুড়ি, ২১ জুনঃ শিলিগুড়ির চম্পাসারি সংলগ্ন দেবীডাঙার দিশা ফাউন্ডেশন নামে একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।মৃতের নাম সুমন ব্যানার্জি।ঘটনার পরই নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।
সুমনের বাবা সাধন ব্যানার্জি বলেন, সুমন নেশা করত।এই কারণে তাকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করানো হয়।গত রবিবার নেশামুক্তি কেন্দ্র থেকে তাদের জানানো হয় যে সুমন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।খবর পেয়ে সেখানে পৌঁছে সুমনকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।পরিবারের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রে তাকে খুন করা হয়েছে।এর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হবে বলে জানা গিয়েছে।
যদিও নেশামুক্তি কেন্দ্রের তরফে জানানো হয় সুমনের পরিবারের অভিযোগ সম্পুর্ণ মিথ্যে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সমাজসেবী দিলীপ ঘোষ।তিনি বলেন, বর্তমানে নেশা ছাড়ানোর নামে বহু নেশামুক্তি কেন্দ্র খুলেছে।প্রশাসনের এইসব নেশামুক্তি কেন্দ্রের ওপর ওপর নজর দেওয়া উচিত।
অন্যদিকে প্রধাননগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।