নেশার আসরের প্রতিবাদ করায় আহত যুবক, পরিবারের ওপরও হামলার অভিযোগ

শিলিগুড়ি, ২২ মেঃ বাগডোগরা সংলগ্ন গোসাইপুর এলাকায় নেশার আসরের প্রতিবাদ করতে গিয়ে আহত এক যুবক।রেহাই পায়নি পরিবারও।


জানা গিয়েছে, গত ১৯ মে গোসাইপুর রেলওয়ে কোয়ার্টারের পাশে নেশার আসর বসেছিল।সেইসময় এর প্রতিবাদ করেন নীতিশ কুমার পাসওয়াস।ওইদিন তারা সেখান থেকে চলে যায়।এরপর ২০ মে নীতিশ কুমারের ওপর হামলা করে দুষ্কৃতিরা।গুরুতম জখম হয় যুবক।

ঘটনার পর বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করা হয়।এরপর আজ ফের নীতিশ কুমারের ছোটো ভাইকে মারধর ও টাকা ছিনতাই করে দুষ্কৃতিরা।ঘটনার পরই নীতিশ কুমার এবং স্থানীয় বাসিন্দারা বাগডোগরা থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।


এই বিষয়ে নীতিশ কুমার পাসওয়াস জানান, নেশাড়ুদের বিরুদ্ধে বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।অভিযোগ, পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।আজকের ঘটনার পর ফের একবার অভিযোগ দায়ের করা হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *