খড়িবাড়ি, ৯ ফেব্রুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পানিট্যাঙ্কিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশার ইনজেকশন সহ এক যুবককে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ।গ্রেফতার অভিযুক্তের নাম শফিক আলম।অভিযুক্ত বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, পানিট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী রয়েছে এই খবর পায় পুলিশ।এরপরই অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে ১২৫ পিস লুপিজেসিক ইনজেকশন, ১২৫ পিস ফেনারগান ইনজেকশন ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, এই নেশার সামগ্রী ভিন রাজ্য পাচারের উদ্দেশ্যে ছিল।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
nice job police
https://www.rojkhabarduniya.com/