খড়িবাড়ি, ১১ ফেব্রুয়ারিঃ ভারত-নেপালে সীমান্তের পানিট্যাঙ্কিতে বিপুল পরিমাণ নেশার ইনজেকশন সহ গ্রেফতার ২ মহিলা।ধৃতদের নাম মীনা পোদ্দার (২৫) ও মোনা সাহনি (২৮)। দুজনেই খড়িবাড়ির গৌরসিংজোতের বাসিন্দা।
জানা গিয়েছে, পানিটাঙ্কি ফাঁড়ি ও খড়িবাড়ি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।ধৃতদের কাছে থেকে ৩০০টি নেশার ইনজেকশন উদ্ধার হয়।উদ্ধার হওয়া ইনজেনশনের মূল্য ১৫ হাজার টাকা।
ধৃতদের এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে শুক্রবার তাদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।