নকশালবাড়ি, ৭ আগস্টঃ নেশার ইনজেকশন সহ এক যুবককে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ।ধৃতের নাম প্রশান্ত মন্ডল।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে নকশালবাড়ির স্কুল ডাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে নেশার ইনজেকশন।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।