শিলিগুড়ি, ৩ মেঃ ফের প্রচুর পরিমাণে নেশার ইনজেকশন ও নেশার ট্যাবলেট সহ দুজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম প্রমির লামা(৩৮) এবং সুরেশ শাহ(৪৭)।দুজনই শিলিগুড়ির চম্পাসারির বাসিন্দা।
জানা গিয়েছে, বুধবার দুপুরে ভক্তিনগর থানা অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কে দুই ব্যক্তি নেশার ইনজেকশন ও নেশার ট্যাবলেট ডেলিভারি দিতে স্কুটি নিয়ে পৌঁছায়।এই খবর পায় ভক্তিনগর থানার পুলিশ।সন্দেহের ভিত্তিতে দুজনের তল্লাশি নিলে স্কুটি থেকে উদ্ধার হয় নেশার ইনজেকশন ও নেশার ট্যাবলেট।এরপরই দুজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

