শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ সিকিম সরকারের গাড়ির আড়ালে চলছিল নেশার সামগ্রী পাচারের কারবার।পর্দাফাঁস করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা।ঘটনায় গ্রেফতার দুজন।ধৃতদের নাম সনম গুরুং এবং প্রদীপ প্রধান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজন মালবাহী ট্রাকে গর্ভমেন্ট অফ সিকিম এর লোগো লাগিয়ে নেশার ইনজেকশন এবং নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করছিল।ভক্তিনগর থানার পুলিশ খবর পেয়েই অভিযান শুরু করে।বৃহস্পতিবার রাতে চেক পোস্টে সিকিম নম্বরের গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের।এরপর গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই একটি কার্টন থেকে উদ্ধার হয় নিষিদ্ধ কাফ সিরাপ এবং নেশার ইনজেকশন।ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালবাহী গাড়ি সিকিম সরকারের, না পুলিশের চোখে ধূলো দিয়ে নেশার সামগ্রী পাচারের উদ্দেশ্যেই গর্ভমেন্ট অফ সিকিম এর লোগো লাগানো হয়েছিল গাড়িতে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
