খড়িবাড়ি, ১১ ফেব্রুয়ারিঃ ইন্দো-নেপাল সীমান্তে নেশার সামগ্রী সহ গ্রেফতার এক যুবক।ধৃত যুবকের নাম কৌশর আলম।নেপালের বাসিন্দা।
জানা গিয়েছে, খড়িবাড়ির কাদোমণী জোত এলাকায় এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ বোতল কাফ সিরাপ ও ৩১৭টি নেশার ওষুধ উদ্ধার করে।এরপরই তাকে গ্রেফতার করা হয়।
পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।পুলিশ সূত্রে খবর, নেপালে যাওয়ার পথে নেশার সামগ্রী সহ যুবককে গ্রেফতার করে এসএসবি।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।