জয়গাঁ, ২৫ সেপ্টেম্বরঃ ভারত-ভুটান সীমান্তের জয়ঁগা এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করল জয়ঁগা থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সুত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে জয়ঁগার বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে রাজেস সরকারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ১৫৭ পাতা নেশার ট্যাবলেট।
ধৃতকে শনিবার আলিপুরদুয়ার কোর্টে পাঠানো হয়।