শিলিগুড়ি, ২ অক্টোবরঃ নেশার ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম মানিক রায়(২৭) এবং মহম্মদ ফকিরা(২৯)।অভিযুক্ত মানিক রায় মাটিগাড়া এবং মহম্মদ ফকিরা প্রকাশনগর এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডনবস্কো মোড় সংলগ্ন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৫০০ পিস নেশার ট্যাবলেট।অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।