প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২ জুলাইঃ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশের।ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম কল্যাণ দে(৬২), আবদুল গফ্র(৪৭) এবং বিকি রায়(২১)।কল্যাণ দে এবং বিকি রায় আশিঘর এর বাসিন্দা এবং আবদুল গফর এনজেপির বাসিন্দা।


জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ৩ জনকে জংশন এলাকায় দেখে সন্দেহ হয় পুলিশের।এরপরই তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪৮০০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশ সূত্রে খবর, এই ৩ জন ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যেই এসেছিল।তবে এর আগেই তাদের গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।     


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *