খড়িবাড়ি,১৫ জুলাইঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশার সামগ্রী সহ এক যুবককে গ্রেফতার করল খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি পিপি পুলিশ।ধৃতের নাম মনোজ সিংহ(২২)।
জানা গিয়েছে,কোয়াটার মোড় প্রসাদুজোতের কাছ থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।তার কাছ থেকে ১৪ গ্রাম ব্রাউন সুগার,২২ বোতল এসকেফ কাফ সিরাপ,নগদ ২৯ হাজার টাকা,একটি বাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।খড়িবাড়ি থানায় ধৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।