খড়িবাড়ি,৩ জুলাইঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোষপুকুর মৈলানিজোত এলাকায় অভিযান চালিয়ে নেশার সামগ্রী সহ এক যুবককে গ্রেফতার করল ঘোষপুকুর থানার পুলিশ।ধৃতের নাম সন্দীপ কুমার।
জানা গিয়েছে, মৈলানিজোত এলাকায় চায়ের দোকানের মধ্যেই অবৈধভাবে আফিম সহ অন্যান্য নেশার সামগ্রী বিক্রি করত ধৃত যুবক।বিষয়টি পুলিশ জানতে পেরেই অভিযান চালিয়ে সন্দীপ কুমারকে গ্রেফতার করে।ঘটনাস্থল থেকে ৭০০ গ্রাম আফিম সহ অন্যান্য নেশার সামগ্রী উদ্ধার করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।