শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলিগুড়ি নেতাজি বয়েজ হাইস্কুলের অনুষ্ঠানের আয়োজন করা হল। এদিন স্কুল প্রাঙ্গনে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
এদিন স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর শিক্ষাকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়।সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য কৃতি ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়।
