শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও শ্রদ্ধার সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হল।
এদিন শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সুভাষপল্লীর নেতাজি মোড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।নেতাজির জন্মের সময় ১২:১৫ মিনিটে শঙ্খ ও সাইরেন বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও পুরনিগমের কমিশনার সহ অন্যান্যরা।