শিলিগুড়ি, ১৩ আগস্টঃ দেশ জুড়ে নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক।শিলিগুড়ি শহরকেও প্লাস্টিক মুক্ত করতে চলছে অভিযান।পিছিয়ে নেই স্কুলের পড়ুয়ারাও।স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে নেতাজি উচ্চ বিদ্যালয়ের তরফে প্লাস্টিক মুক্ত শহর ও ডেঙ্গু সচেতনতায় মিছিল করল স্কুলের ছাত্রছাত্রীরা।
এদিন স্কুলের পড়ুয়ারা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে।মিছিলটি রথখোলা বাজার, সুভাষপল্লী বাজার সহ তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিলের মধ্য দিয়ে পথ চলতি মানুষ এবং ব্যবসায়ীদের লিফলেট বিলি করে সচেতন করেন পড়ুয়ারা।
প্রসঙ্গত, শিলিগুড়ির নেতাজি উচ্চ বিদ্যালয় সারা বছর ধরেই সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে।যে কারণে স্বচ্ছ স্কুল হিসেবে মনোনীত হয়েছে এই স্কুল।এদিনও এই কর্মসূচি গ্রহণ করা হয়।
এই বিষয়ে স্কুলের পরিচালন সমিতির সভাপতি অসীম অধিকারী বলেন, দেশকে প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।সেই কারণে মানুষকে সচেতন করতে আজ মিছিল বের করা হয়েছে।পাশাপাশি ডেঙ্গু নিয়েও আজ মানুষকে সচেতন করা হয় ও লিফলেট বিলি করা হয়।