শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী।
মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়।শিলিগুড়ি পুরনিগমের তরফেও দিনটি পালন করা হল।এদিন সুভাষপল্লীর নেতাজি মোড়ে নেতাজী মূর্তির সামনে পতাকা উত্তোলন করা হয়।
এরপর নেতাজী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।