উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পালিত হল নেতাজির জন্মজয়ন্তী।কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে নেতাজির ১২৩ তম জন্মজয়ন্তী পালন করা হল।।নেতাজির মূর্তিতে মাল্যদান করেন কোচবিহারের জেলাশাসক পবন কদিয়ান।
অন্যদিকে কোচবিহার জেলা আন্তঃস্কুল নেতাজি উদযাপন কমিটির উদ্যোগে এবং কোচবিহার শ্রী হিন্দি বিদ্যালয়ের পরিচালনায় নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।এদিকে আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করলেন দিলীপ ঘোষ।পাশাপাশি আলিপুরদুয়ার জেলা ও পৌর যুব কল্যান দফতর,ক্রীড়া দফতর ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যেগে সুভাষ উৎসব অনুষ্ঠিত হয়।
জলপাইগুড়ি জেলাতেও পালিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৩ তম জন্মজয়ন্তী।জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বোস জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজীর মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান।এছাড়াও পুরসভার সমস্ত কাউন্সিলর, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা করেন।