কোচবিহার, ১৮ নভেম্বরঃ কোচবিহারের তুফানগঞ্জে নবনির্মিত বাস টার্মিনাসের উদ্বোধন করা হলো।শুক্রবার ফিতে কেটে ও সবুজ পতাকা দেখিয়ে বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সহ জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকেরা।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে মোট ৪ কোটি ৯৬ লক্ষ ৯১ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে নতুন বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে।তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি চৌপথি এলাকায় ২০১৮ সালে শুরু হয় নতুন বাসস্ট্যান্ড তৈরির কাজ।তিনতলা ভবন বিশিষ্ট এই বাসস্ট্যান্ডে নীচতলায় আটটি গাড়ি দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে।এই নতুন বাসস্ট্যান্ড থেকে যাত্রীরা কোচবিহার, বক্সিরহাট, আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, বারোবিশা, রামপুর, ধলপল, রসিকবিল সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন।
এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, রবীন্দ্রনাথ ঘোষ মন্ত্রী থাকাকালীন কাজ শুরু হয়েছিল।মাঝে করোনার কারনে কাজে একটু দেরি হয়েছে।আজ থেকে এই বাসস্ট্যান্ড চালু হল।এখান থেকে সরকারি বেসরকারি সব বাসই যাতায়াত করবে।