লায়ন্স ক্লাব অফ ৩২২(এফ)এর নতুন ডিসট্রিক্ট গভর্নর হলেন শঙ্কর কুমার দাস

শিলিগুড়ি,১ জুলাইঃ লায়ন্স ডিসট্রিক্ট ৩২২ এফ এর নতুন ডিসট্রিক্ট গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শঙ্কর কুমার দাস।শিলিগুড়ির বর্ধমান রোড স্থিত ডিসট্রিক্ট কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন ডিসট্রিক্ট গভর্নর অভিজিৎ সেন সংবর্ধনা জানিয়ে শঙ্কর কুমার দাসের হাতে সমস্ত দায়িত্বভার তুলে দেন।


উল্লেখ্য,ডিসট্রিক্ট ৩২২ এফ-এ মালদা থেকে কোচবিহার পর্যন্ত ১২০টিরও অধিক ক্লাব সামিল রয়েছে।প্রাক্তন ডিসট্রিক্ট গভর্নর অভিজিৎ সেন জানান,গত একবছরে তিনি গোটা টিমের সহযোগিতায় বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেছেন।মহিলাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে সুই ধাগা প্রকল্প এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।বর্তমানে অনেক মহিলা এই প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভর হয়েছেন। পাশাপাশি করোনা আবহে পুরো টিম একত্রিত হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন।

অন্যদিকে শঙ্কর কুমার দাস নতুন ডিসট্রিক্ট গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ২০২১-২০২২ বর্ষে লায়ন্স ক্লাব ৩২২ এফ’কে আরও এগিয়ে নিয়ে যাবেন তিনি।সকলের সাথে মিলে কঠোর পরিশ্রম করে আগামীতে কাজ করবেন।


এদিনের অনুষ্ঠানে (বিডিজি ১) তমাল দাসগুপ্ত,(বিডিজি ২)হেমন্ত আগরওয়াল,ক্যাবিনেট সম্পাদক গিতেশ টিবড়েওয়াল,ক্যাবিনেট কোষাধ্যক্ষ সাহিল গুপ্তা,সুরেশ সিংহল,বিষ্ণু কেডিয়া,পঙ্কজ মস্করা,প্রবক্তা বিমল আগরওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *