শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ রেলকে বেসরকারিকরণের প্রতিবাদে এবং বিভিন্ন দাবিতে আন্দোলনে সরব হল এনএফ রেলওয়ে এমপ্লইজ ইউনিয়নের এনজেপি শাখা।
এদিন সংগঠনের তরফে একটি বাইক মিছিল বের করা হয়।মিছিলটি এডিআরএম অফিস থেকে শুরু করে এনজেপির বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
সংগঠনের শাখা সম্পাদক রঞ্জয় চন্দ্র জানান, দ্রুত তাদের দাবি নিয়ে রেলদপ্তর যদি কোন রুপ আগ্রহ না দেখায় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।