শিলিগুড়ি, ২০ মার্চঃ রেলের রানিং স্টাফদের কাজের সময়সীমা থেকে দ্বিগুণ কাজ করানো হচ্ছে।এই অভিযোগ তুলে সোমবার আন্দোলনে সরব হল এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন।
এদিন এনজেপি স্টেশনে মজদুর ইউনিয়নের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহন করা হয়।বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তারা।
এই বিষয়ে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পরিতোষ পাল জানান, রানিং স্টাফদের রেলের আইন মেনেই কাজ করানো হোক।কোনরকম অনিয়ম তারা বরদাস্ত করবেন না।তাদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানান তিনি।