রাজগঞ্জ, ১১ জুলাইঃ স্কুল শুরুর সময় সকাল ১১টা।অথচ ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছে গেলেও সময়মতো স্কুলে আসেন না শিক্ষক-শিক্ষিকারা।এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।
রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা।ঘড়িতে সকাল ১১টা পেরিয়ে গেলেও স্কুলে দেখা মেলে না শিক্ষক-শিক্ষিকাদের।দিনের পর দিন এমনই চলে আসছে স্কুলে।বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষিকাদের ঘিরে ধরতেই দিলেন নানান অজুহাত।
অভিভাবকেরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টা পেরিয়ে গেলেও শিক্ষক-শিক্ষিকাদের দেখা পাওয়া যায়নি স্কুলে। কিছুক্ষণ বাদে একজন শিক্ষক আসেন। ১১ টা ১৫ মিনিট নাগাদ আসেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এরপর ১১ টা ৪৫ মিনিটে আরো এক শিক্ষিকা আসেন। এরপর এক শিক্ষিকা পৌঁছালেন বেলা ১২ টার সময়। একজন শিক্ষক ছুটিতে রয়েছেন বলে জানা গেলেও বাকি দুজন শিক্ষক সাড়ে ১২ টা বেজে গেলেও তখনো আসেননি। এরপরই শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসায় বিক্ষোভ দেখান অভিভাবকরা।
যদিও একেক রকমের সাফাই দিতে ব্যস্ত রইলেন শিক্ষক-শিক্ষিকারা। কেউ বললেন রাস্তায় যানজট থাকায় দেরি হয়েছে। আবার কেউ বললেন বাড়িতে অসুবিধা রয়েছে। কেউ বললেন প্রতিদিন এমন দেরি হয় না। কিন্তু দেরি যে প্রতিদিনই হয় সেই অভিযোগ তুললেন অভিভাবকরা।
অভিভাবকেরা জানান, শিক্ষকদের দেরি করে আসার ঘটনা আজকে প্রথম নয়। এর আগেও একই ঘটনা আমরা লক্ষ্য করেছি। সরকারি চাকরি করেন বলে তারা পঠন-পাঠনের দিকে নজর দেবেন না, এটা মেনে নেওয়া যায় না। স্কুলগুলিকে দেখভালের জন্য যাদের উপর দায়িত্ব রয়েছে, তারা যেন নিয়মিত নজরদারি রাখে এই দাবি করছি।
রাজগঞ্জ থ্রী সার্কেলের স্কুল এসআই অনুপ হালদার ফোনে জানান, আমাকে এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখব তারা কেনো দেরি করে এলেন।