আজ থেকে চালু ২০০ ট্রেন, এনএফআরে চলবে ৬ টি

শিলিগুড়ি,১ জুনঃ আজ থেকে দেশজুড়ে চালু হল ২০০ টি ট্রেন। এরমধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে চলবে ৬ টি ট্রেন। ট্রেনগুলি হল শিয়ালদা আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, অমৃতসর নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস, দিল্লী আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস, ডিব্রুগড় ব্রহ্মপুত্র মেল, গুয়াহাটি এলটিটি এক্সপ্রেস ও গুয়াহাটি জোরহাট জন শতাব্দি এক্সপ্রেস।


ইতিমধ্যেই যাত্রীদের জন্য কিছু নির্দেশ দিয়েছে রেল। ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে স্টেশনে পৌছানোর পাশাপাশি যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়াও খাবার ও জল নিয়ে যাত্রীদের ট্রেনে উঠতে হবে। আপাতত কনফার্মড টিকিটেই যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন।

সোমবার সকাল থেকেই শিলিগুড়ির এনজেপি স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের স্ক্রিনিং করে তারপর ট্রেনে উঠতে হয়। অন্যদিকে এদিন সকালে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শ্রমিকেরা শ্রমিক স্পেশাল ট্রেনে এনজেপিতে নামেন। এরপর সেখান থেকে এনবিএসটিসির বাসে শ্রমিকদের নিজ নিজ জেলায় পাঠানো হয়। এদিন জলপাইগুড়ির প্রচুর শ্রমিক ভিনরাজ্যগুলি থেকে ফেরেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin girişmatadorbet giriş