শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ শিলিগুড়ির মিলনপল্লী পিএনটি লেনে একটি বাড়িতে চুরির ঘটনায় চোর ও তার সহযোগীকে গ্রেফতার করলো পুলিশ।উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণ অলঙ্কার। শিলিগুড়ি থানায় সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি সোমনাথ দাস।
গত ২ ডিসেম্বর মিলনপল্লীর পিএনটি লেনে একটি খালি বাড়িতে চুরির ঘটনা ঘটে।বাড়ির মালিক ফিরে আসার পর, ৫ ডিসেম্বর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৬ তারিখ জলপাইমোড় বাসস্ট্যান্ড থেকে প্রকাশ দেবকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়।
তাকে জিজ্ঞাসাবাদের পর জয়ন্ত রায়ের নাম উঠে আসে।এরপর ২৮ নম্বর ওয়ার্ডের প্রাণকৃষ্ণ কলোনি লেনের ভাড়া বাড়ি থেকে জয়ন্ত রায়কে গ্রেফতার করে পুলিশ। জয়ন্ত রায়কে জিজ্ঞাসাবাদের পর তার ভাড়া বাড়ি থেকে ৯০ গ্রামেরও বেশি ওজনের সোনার গয়না উদ্ধার করা হয়।জানা গিয়েছে, জয়ন্ত রায়কে শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হবে। এরপর প্রকাশ দেব এবং জয়ন্ত রায়কে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে।
এসিপি সোমনাথ দাস জানান, দুজনই পুরোনো অপরাধী।এর আগেও বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়েছিল দুজন।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
