জলপাইগুড়ি, ১১ নভেম্বরঃ পাচারের আগে চামড়া সহ উড়ন্ত কাঠবিড়ালি উদ্ধার করল লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা।ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মালবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চামড়া সহ উড়ন্ত কাঠবিড়ালি উদ্ধার করে বনদপ্তর। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। ধৃতরা হলেন,জতন ছেত্রী,অরন গিরি ও প্রেমা প্রধান। ধৃতরা তিনজনই সিকিমের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এবিষয়ে লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, আমাদের কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর আসে সিকিম থেকে উড়ন্ত কাঠ বিড়ালির চামড়া পাচার হবে। আমরা ক্রেতা সেজে তাদের কাছে যাই। সে সময় তাদের কাছ থেকে চামড়া সহ উড়ন্ত কাঠবিড়ালি উদ্ধার হয়। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত একটি চারচাকা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালত তোলা হয়।