শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ সোমবার এনএইচ(৩১ডি)এর প্রজেক্ট ডিরেক্টর এর সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।এদিন জাতীয় সড়কে পথবাতি লাগানোর দাবি জানান বিধায়কেরা।
উল্লেখ্য, কয়েকদিন আগে ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বোল্ডার বোঝাই ট্রাক উল্টে মৃত্যু হয় ৪ জনের।ঘটনায় আহত হয় বেশকয়েকজন।এরপরই বাইপাসে আলোর ব্যবস্থা না থাকা, ট্রাফিক পুলিশের নজরদারি না থাকা ও বেপরোয়াভাবে ট্রাক, ডাম্পার চলাচল নিয়ে সরব হন বাসিন্দারা।এই সমস্যার সমাধান করতে আজ এনএইচএআই কার্যালয়ে এনএইচ(৩১ডি)প্রজেক্ট ডিরেক্টর এর সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিধায়ক শিখা চ্যাটার্জি।
এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, জাতীয় সড়কে পথবাতি লাগানোর দাবি নিয়ে আজ প্রজেক্ট ডিরেক্টর এর সঙ্গে দেখা করলাম।গোটা বিষয়টি নিয়ে তাকে অবগত করা হয়েছে।জাতীয় সড়কের কিছুটা অংশ কেন্দ্রের অধীনে এবং বাকি অংশ রাজ্য সরকার এবং পিডব্লিউডি দেখাশোনা করে।এই কারণে শীঘ্রই পিডব্লিউডি আধিকারিকদের সঙ্গে দেখা করবো।
অন্যদিকে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, ফুলবাড়িতে ২ কিলোমিটার রাস্তার কাজ থমকে আছে।কিছু মানুষ নিজেদের স্বার্থে রাস্তার কাজ করতে দিচ্ছে না।এই কারনেই আজ এনএইচ(৩১ডি)এর প্রজেক্ট ডিরেক্টর এর সঙ্গে দেখা করা হল।