শিলিগুড়ি,১০ জুলাইঃ পুলিশের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস ও সিপিএম জোটের কর্মী সমর্থকদের।রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটার জুম্মাগছে পঞ্চায়েতের পুননির্বাচন হচ্ছে।সেখানেই কংগ্রেস ও সিপিএম কর্মীদের জোটের কর্মী-সমর্থকদের অভিযোগ, পুলিশ তাদের বাড়িতে এসে ভোটার কার্ড এবং যাবতীয় নথিপত্র নিয়ে গিয়েছে।যে কারণে তারা ভোট দিতে যেতে পারছেন না।
সোমবার সকাল থেকেই পুননির্বাচন শুরু হয় জুম্মাগছ বিএফপি স্কুলে।এদিন সেখানে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন স্পেশাল অবজারভার।সেইসময় তাকে সামনে পেয়ে এক কর্মী সমর্থক অভিযোগ করেন যে, তার এক আত্মীয়র বাড়িতে গিয়ে পুলিশ সমস্ত নথিপত্র নিয়ে গিয়েছে।অন্যদিকে রবিউল ইসলাম নামে এক কর্মী সমর্থক জানান, যে তার বাড়িতেও পুলিশ এসে ভোটার কার্ড নিয়ে গিয়েছে।ফলে তারা ভোট দিতে পারছেন না।
যদিও বিষয়টিকে বিরোধীদের অপপ্রচার বলেই জানিয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়।