শিলিগুড়ি,৫ ডিসেম্বর: চুরির বাইক সহ একজনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম সজল বর্মন।
গত ১২ নভেম্বর অম্বিকানগর ছটপুকুর এলাকা থেকে চুরি যায় একটি বাইক। ঘটনায় অভিযোগ দায়ের হয় এনজেপি থানায়।তদন্তে নেমে বুধবার সাউথ কলোনি গোয়ালাবস্তি থেকে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয় সজল বর্মনকে।তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বাইকটি সে ময়নাগুড়িতে বিক্রি করেছে। এরপরই এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ময়নাগুড়ি থেকে উদ্ধার করে ওই চুরি যাওয়া বাইকটি। ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।