কোটি টাকার সোনা পাচারকান্ডে গ্রেফতার মাস্টারমাইন্ড

শিলিগুড়ি,১৬ মেঃ সোনা পাচারকান্ডে ডিআরআই এর হাতে গ্রেফতার মাস্টারমাইন্ড।ধৃতের নাম সুমন কর্মকার(৪৬)।দিনহাটার বাসিন্দা।


প্রসঙ্গত, গত ১০ এপ্রিল গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শালবাড়ি ও জলপাইমোড় থেকে সোনার বিস্কুট সহ তিনজনকে গ্রেফতার করে ডিআরআই।ধৃতদের কাছ থেকে প্রায় ১ কেজি ৪৪৩.৫০ গ্রাম সোনা উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লক্ষ ৯২ হাজার ১৫৫ টাকা।পাশাপাশি নগদ ৮১ লক্ষ ৫০ হাজার টাকাও উদ্ধার হয় ধৃতদের কাছ থেকে।

ধৃতদের জিজ্ঞাসাবাদের দরুন ডিআরআই জানতে পারে যে, ভারত-বাংলাদেশ বর্ডার থেকে কোচবিহার হয়ে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল এই সোনা।যার মাস্টারমাইন্ড দিনহাটার সোনা ব্যবসায়ী সুমন কর্মকার।বুধবার গ্রেফতার করা হয় সুমন কর্মকারকে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *