শিলিগুড়ি,২২ আগস্টঃ ‘জল নেই,জল চাই’ শ্লোগান তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শিক্ষার্থীদের।
জানা গিয়েছে, বিগত ছয় মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হস্টেলের শিক্ষার্থীরা। সমাধান না মেলায় অবশেষে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শিক্ষার্থীদের। বৃহস্পতিবার “জল নেই, জল চাই” শ্লোগান তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়াচ এন্ড ওয়ার্ড এবং প্রশাসনিক ভবনের প্রবেশ গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘিরে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা।
অভিযোগ, হোস্টেলে দীর্ঘ ছয় মাস ধরে পানীয় জলের ব্যবস্থা নেই। বাথরুমের দরজা ভাঙা।একাধিকবার হোস্টেল সুপারকে অভিযোগ করার পরেও ব্যবস্থা না নেওয়ায় এই আন্দোলন।
অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশীষ দত্ত জানান, গতকালই রামকৃষ্ণ হোস্টেলের সমস্যা নিয়ে জরুরীকালীন আলোচনা করা হয়েছে।দুটি পানীয় জলের মেশিন বসানো হবে। বাকি মেশিনগুলি আগামী এক সপ্তাহের মধ্যে বসানো হবে। পাশাপাশি যে সমস্যাগুলি ছাত্ররা তুলে ধরেছে সেগুলি হোস্টেল পরিদর্শন করে সমাধানের ব্যবস্থা করা হবে।