শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ এনআইএ আধিকারিক সেজে প্রতারণা।তিন ভুয়ো এনআইএ আধিকারিককে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল অপারেশন গ্রুপ।
এনআইএ আধিকারিক সেজে এক মেডিক্যালের বাসিন্দার সঙ্গে ১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তরা হল এহসান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়। এহসান আহমেদ এবং রেহান বাবর পাঞ্জিপাড়ার বাসিন্দা এবং মানিক রায় শিলিগুড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, চটহাট মেডিকেল মোড়ের বাসিন্দা রাহুল ঘোষ মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।তার অভিযোগ, এনআইএ আধিকারিক সেজে তিনজন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা নিয়েছে। অভিযোগের ভিত্তিতে ডিডি এবং এসওজি যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করে। এরপরই গতকাল তিন ভুয়ো এনআইএ আধিকারিককে গ্রেফতার করা হয়।
ধৃতদের কাছ থেকে একটি দামি চার চাকার গাড়ি, একটি স্কুটি, ছয়টি মোবাইল ফোন এবং অভিযোগকারীর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি নথীর ফটোকপি উদ্ধার করা হয়েছে। আজ তিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে ডিডি এবং এসওজি।
