শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ চম্পাসারির নিবেদিতা সবজি মার্কেটে ফের একবার অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম।
জানা গিয়েছে, চম্পাসারির নিবেদিতা সবজি মার্কেটে ফের হাইড্রেন দখল করে দোকান বসানো শুরু করেছিলেন ব্যবসায়ীরা।এই খবর পেয়েই আজ সকালে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালায় শিলিগুড়ি পুরনিগম।হাইড্রেনের উপর তৈরি কংক্রিটের স্ল্যাব জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়।
শিলিগুড়ির বিভিন্ন জায়গায় পুরনিগমের উচ্ছেদ অভিযান চলছে।আগামীতে জোর করে কোন দোকান বসলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।