গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবায় জোর, নকশালবাড়িতে NICU ইউনিটের উদ্বোধন

নকশালবাড়ি, ২৫ ফেব্রুয়ারিঃ গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবায় জোর দিতে নকশালবাড়ির হোলি প্যালেস ক্রিশ্চিয়ান হাসপাতালে নিকু ইউনিটের(নবজাতক ইনটেনসিভ কেয়ার ইউনিট) উদ্বোধন হল।


ইনার হুইল ক্লাব অব শিলিগুড়ি উত্তরায়ণের উদ্যোগে আশিয়ানা কর্মসূচির অংশ হিসেবে নবজাতক শিশুদের জন্য এই নিকু ইউনিটের উদ্বোধন করা হল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিজি আইজিপি নর্থবেঙ্গল অজয় কুমার, দার্জিলিং জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর, সংগঠনের সভাপতি পূজা আগর‌ওয়াল, সম্পাদক শ্বেতা আগরওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী অমিত আগর‌ওয়াল সহ হাসপাতালের চিকিৎসকরা।

আগামীদিনে গ্রামীণ এলাকায় চিকিৎসায় সাধারণ মানুষদের সুযোগ সুবিধা প্রদান করতে এই নিকু ইউনিটের উদ্বোধন করা হবে বলে পূজা আগর‌ওয়াল জানান।


শিলিগুড়ি শহর থেকে নকশালবাড়ি অনেকটাই দূরে। এরফলে অনেকসময় নবজাতকদের বাঁচানো সম্ভব হয় না। নিকু ইউনিট খোলায় এবার সুবিধা হবে বলে জানান এডিজি নর্থবেঙ্গল অজয় কুমার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *