শিলিগুড়ি, ২৩ মেঃ অবশেষে নিজেদের জমি ফিরে পেল রামকৃষ্ণ মিশন।চারদিন পর ভক্তিনগর থানা পুলিশের উপস্থিতিতে রামকৃষ্ণ মিশনের মহারাজ মিশনের ভেতরে প্রবেশ করেন।
গত রবিবার শালুগাড়ার রামকৃষ্ণ মিশনের জমি দখল এবং নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে।এমনকি জমি মাফিয়া মিশনের মহারাজকে বের করে দেয়।ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।এদিকে এই ঘটনা নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।এরপরই মামলার গুরুত্ব বুঝে তদন্তে নেমে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে ঘটনার চার দিন পর বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশনের মহারাজ সেবক হাউসে প্রবেশ করেন।ভক্তিনগর থানার আইসি’র নেতৃত্বে মিশনের ভেতরে প্রবেশ করেন তিনি।এরপরই মিশনের জমির দ্বায়িত্ব মহারাজের হাতে তুলে দেওয়া হয়।
এই বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক শিবো প্রেমানন্দ মহারাজ বলেন, সেবক হাউস ফের আমাদের হাতে তুলে দেওয়া হল।এখান থেকে বিভিন্ন মিশনের বিভিন্ন কাজ করা হত।সেই কাজ ফের শুরু করা হবে।