মদ্যপ অবস্থায় ঝামেলা! নিজের পিস্তল থেকেই গুলি চালিয়ে মারা গেলেন প্রাক্তন সেনাকর্মী

শিলিগুড়ি, ১১ এপ্রিলঃ এনজেপির কাছে ট্রেনে গুলি চলার ঘটনায় এখনও রীতিমতো ধোঁয়াশায় রয়েছে জিআরপি। সোমবার রাতে এনজেপি স্টেশনে ঢোকার মুখে কামাখ্যা আনন্দবিহার এক্সপ্রেসে গুলি চলে।


ঘটনায় প্রাক্তন সেনাকর্মী সঞ্জয় সিং পারমার নামে একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা বলে জানা গিয়েছে। ট্রেনের অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণীয় কামরায় ছিলেন ব্যক্তি। তাঁর দেহের পাশ থেকে একটি পিস্তল পাওয়া গিয়েছে। সেই পিস্তলটি সঞ্জয় সিং পারমারের বলেই জানতে পেরেছে জিআরপি। তবে আত্মহত্যার ঘটনা ঘটেনি বলেই অনুমান পুলিশের। খুনের মামলা রুজু করে এনজেপি জিআরপি তদন্ত শুরু করেছে। ব্যক্তির সঙ্গে ওই কামরায় যারা ছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

পুলিশ সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মদ্যপ অবস্থায় ব্যক্তি ট্রেনে উঠেছিলেন। ওপরের বার্থে ছিলেন। সেখানে কাউকে বসতে দিচ্ছিলেন না। ঝামেলাও করছিলেন। এরপরই পিস্তল বের করেন। তিন রাউন্ড গুলি চালানো হয়। ব্যক্তির নিজের ছোঁড়া গুলিতে তিনি মারা গিয়েছেন নাকি কামরায় ট্রেনে হাতাহাতির ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যালে দেহের ময়নাতদন্ত হয়। ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। যে কামরায় ঘটনাটি ঘটে সেটি আলাদা রাখা হয়েছে। ফরেন্সিক দলকেও খবর দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *