রাজগঞ্জ, ২৭ জুনঃ জলমগ্ন রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট সীতাগুড়ি গ্রাম।সমস্যায় পড়েছেন প্রায় কুড়িটি পরিবার।নিকাশি ব্যবস্থা না থাকায় জমা জল বের করতে গ্রামের পাকা রাস্তা কেটে দিলেন বাসিন্দারা।
ছোট সীতাগুড়ি গ্রামের বাসিন্দারা বলেন, কয়েক বছর থেকে বৃষ্টি হলে জলমগ্ন হয়ে যায় এলাকা।এবারও তিনদিন থেকে গ্রামের প্রায় কুড়িটি বাড়ি জলমগ্ন হয়ে আছে।পঞ্চায়েত সদস্য দেখতে পর্যন্ত আসেনি।পরিবারগুলি কার্যত গৃহবন্দি হয়ে আছে।ঘরে জল ঢুকে যাওয়ায় রান্না কার্যত বন্ধ।তাই নিরুপায় হয়ে জল বের করার জন্য পাকা রাস্তা কেটে দেওয়া হল।রাস্তা দিয়ে যান চলাচলের সমস্যা হলেও কোনও উপায় নেই।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জিত দাস বলেন, একটি কালভার্ট করার জন্য গ্রাম পঞ্চায়েতের অ্যাকশন প্ল্যানে দেওয়া হয়েছে।তবে আপাতত জমা জল বের করার ব্যবস্থা করা হবে।